শাওমির ফোনগুলো এন্ড্রয়েড ভিত্তিক কাস্টম রম মিইউআই ব্যবহার করে। তাদের এই কাস্টম ইউআই যথেষ্ট ফিচারবহুল হলেও ব্লোটওয়্যার আর বিজ্ঞাপনের জন্য অনেকের কাছেই চরম অপছন্দের জিনিস। আর সেসব মানুষদের চাহিদা মেটাটেই শাওমি গত দুই বছর ধরে তাদের এন্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত মি এ সিরিজ নামে ফোন রিলিজ দিচ্ছিল। এর আগে বাজারে আসা মি এ১ ও মি এ২ বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পায়। বিশেষ করে তাদের ক্যামেরা কুয়ালিটি ও গুগল এর স্পেশালাইজড সফটওয়্যার এক্সপেরিয়েন্স এর জন্য। তাই এন্ড্রয়েড ওয়ান ফ্যানরা অনেকদিন ধরেই মি এ৩ এর জন্য অপেক্ষা করে ছিল। আর আজকেই স্পেনে শাওমি তাদের এন্ড্রয়েড ওয়ান সিরিজের তৃতীয় কিস্তি হিসেবে মি এ৩ ঘোষণা করেছে।
কিছুদিন আগে শাওমি চীনে তাদের নতুন সিসি সিরিজের তিন ফোন বাজারে আনে। শোনা যাচ্ছিলো মি সিসি৯ই কেই তারা রিব্র্যান্ড করে মি এ৩ নামে বাজারে আনবে। শেষ পর্যন্ত হলো ও তাই। মি এ৩ আসলে মি সিসি৯ই এরই রিব্র্যান্ড। শুধু অপারেটিং সিস্টেম এর জায়গায় স্টক গুগল এন্ডয়েড ওয়ান ব্যবহার করা হয়েছে।
তবে নতুন রিলিজ হওয়া এই ফোন এর ডিসপ্লে হিসেবে এমোলেড প্যানেল ব্যবহার করা হলেও ডিসপ্লে রেজ্যুলেশন মাত্র ৭২০পি+ হওয়াতে অনেক গ্রাহকের সমালোচনার মুখে পড়েছে ফোনটি। কারণ এর আগের মি এ১ ও এ২ তে ফুল এইচডি প্যানেল ব্যবহার করা হয়েছিলো। তবে অন্যান্য দিক থেকে স্পেসিফিকেশন বেশ ভালোই বলা চলে। এতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের নতুন মিডরেঞ্জ প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৬৫।
মি এ৩ এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.০৮৮ ইঞ্চি, এইচডি প্লাস, ১৯.৫:৯ এস্পেক্ট রেশিওর সুপার এমোলেড ডিসপ্লে, ওয়াটারড্রপ নচ।
চিপসেটঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫
র্যামঃ ৪/৬ জিবি
স্টোরেজঃ ৬৪/১২৮ জিবি
ক্যামেরাঃ ট্রিপল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
- ৪৮ মেগাপিক্সেল (সনি আইএমএক্স ৫৮৬) প্রাইমারি সেন্সর
- ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
৩২ মেগাপিক্সেল ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা
অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি স্লট, এনএফসি, ইনফ্রারেড ইত্যাদি
ব্যাটারিঃ ৪০৩০ মিলিএম্প, ১৮ ওয়াট কুইক চার্জ ৩.০ ফাস্ট চার্জিং
ওএসঃ এন্ড্রয়েড ওয়ান ভিত্তিক এন্ড্রয়েড পাই ৯.০
মূল্যঃ ২৪৯ ইউরো থেকে শুরু
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!