সাম্প্রতিক সময়ে শাওমি তাদের রেডমি সিরিজকে আলাদা একটি সাবব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে। আর তার পরপরই মুক্তি পাওয়া রেডমি নোট ৭ সিরিজ রীতিমত বাজার কাঁপিয়েছে। এমনকি বাংলাদেশের বাজারেও নোট ৭ সিরিজ অফিশিয়াল ও আনঅফিসিয়ালভাবে ব্যাপক বিক্রি হয়েছিলো।
সেই নোট ৭ সিরিজের রেশ কাটতে না কাটতেই আজ চীনের বাজারে শাওমি লঞ্চ করলো তাদের নোট ৮ সিরিজ। এই সিরিজে মোট দুটি ফোন আসছে আপাতত। একটি হলো রেডমি নোট ৮ প্রো এবং অন্যটি হলো রেগুলার রেডমি নোট ৮।
দুটি ফোনেই থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ২০১৯ এর শেষে এসে চাইনিজ কোম্পানিগুলোর যেন ৪ টি রিয়ার ক্যামেরা না দিলে চলছেই না। অবশ্য যারা ফটোগ্রাফি করেন তাদের বিভিন্ন পারসপেক্টিভ পাওয়ার জন্য বিভিন্ন স্টাইলের লেন্স অনেক দরকারি। অন্যদিকে শাওমির নোট সিরিজগুলো যেন নিজের সাথেই নিজে পাল্লা দিয়ে ক্যামেরার রেজ্যুলেশন বাড়াচ্ছে!
নোট ৭ প্রো তে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও এবারের নোট ৮ প্রো তে থাকছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। তবে এটি স্যামসাং এর বানানো আইসোসেল জিডব্লিউ১ সেন্সর। তবে রেগুলার রেডমি নোট ৮ আগের মতোই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছে।
পরিবর্তন এসেছে এবার চিপসেটেও। নোট ৮ প্রো তে সবাই কোয়ালকমের চিপ আশা করলেও এবার শাওমি একটু অন্যরকম চিন্তা করে মিডিয়াটেক এর হেলিও পি৯০টি চিপসেট দিয়েছে। আমাদের দেশে মিডিয়াটেক শুনলে অনেকে নাক সিটকালেও পি৯০টি একটি গেমিং চিপসেট। তাই এর থেকে নিঃসন্দেহে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ৭৩০জি চিপের মতোই সেরা পারফর্মেন্স পাওয়া যাবে। এটাতে মিডিয়াটেক ব্যবহার করলেও রেডমি নোট ৮ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহৃত হয়েছে।
সেই সাথে রেডমি নোট ৮ প্রো একটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও এনএফসি ও আইপি৫২ রেটিং এর মতো প্রিমিয়াম কিছু ফিচার নিয়ে এসেছে। সবমিলিয়ে নোট ৮ সিরিজ মনে হচ্ছে নোট ৭ সিরিজের রেকর্ড ভাঙতে যাচ্ছে। অবশ্য রেকর্ড ভাঙ্গা কিংবা গড়ার ক্ষেত্রে শাওমির যে জুড়ি নেই সেটি আগেই অনেকবার প্রমাণ হয়ে গিয়েছে। এবার কি হয় সেটা সময়ই বলে দিবে।
রেডমি নোট ৮ প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৫৩ ইঞ্চি, ফুল এইচডি প্লাস, এলটিপিএস এলসিডি ডিসপ্লে।
চিপসেটঃ মিডিয়াটেক হেলিও পি৯০টি
র্যামঃ ৮ জিবি
স্টোরেজঃ ১২৮ জিবি
ক্যামেরাঃ কোয়াড রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
- ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইসোসেল জিডব্লিউ১ মেইন সেন্সর
- ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (১২০ ডিগ্রী)
- ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
২০ মেগাপিক্সেল ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা
অন্যান্যঃ লিকুইড কুলিং, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাস ৫, এনএফসি, আইপি৫২ সার্টিফিকেশন, টাইপ সি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি
ব্যাটারিঃ ৪৫০০ মিলিএম্প, কোয়ালকম কুইকচার্জ ৪.০ প্লাস
ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই ভিত্তিক মিইউআই ১০
মূল্যঃ ১৩৯৯ চাইনিজ ইউয়ান (প্রায় ১৭ হাজার টাকার সমমান) থেকে শুরু
রেডমি নোট ৮ এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৩ ইঞ্চি, ফুল এইচডি প্লাস, এলটিপিএস এলসিডি ডিসপ্লে।
চিপসেটঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫
র্যামঃ ৮ জিবি
স্টোরেজঃ ১২৮ জিবি
ক্যামেরাঃ কোয়াড রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ
- ৪৮ মেগাপিক্সেল এফ/১.৭৯ মেইন সেন্সর
- ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (১২০ ডিগ্রী)
- ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স
- ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
১৩ মেগাপিক্সেল ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা
অন্যান্যঃ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গরিলা গ্লাস ৫ ইত্যাদি
ব্যাটারিঃ ৪০০০ মিলিএম্প, ১৮ ওয়াট ফাস্ট চার্জ
ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই ভিত্তিক মিইউআই ১০
মূল্যঃ ৯৯৯ চাইনিজ ইউয়ান (প্রায় ১২ হাজার টাকার সমমান) থেকে শুরু
সেপ্টেম্বরে বাজারে আসবে ফোনদুটি। তবে বাংলাদেশে বাজারে কবে আসবে ও এর দাম তখন কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!