ব্যাটারি ফ্রেন্ডলি আর মিনিমাল লুকের জন্য দিনদিন ডার্ক মোড জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি ফেসবুকের ছবি শেয়ারিং প্লাটফর্ম, ইনস্টাগ্রামও এই ব্যাপারটির দিকে নজর দিয়েছে। তারাও তাদের এপে ডার্ক মোড ফিচারটি নিয়ে কাজ করছে। যার ফলস্বরূপ ইন্সটাগ্রাম এপেও দেখা যাবে ডার্ক মোড।
Finally! Dark Mode comes to Instagram. Do you like it? pic.twitter.com/l0iG3NAVo2
— Michael Josh (@michaeljosh) October 8, 2019
ইতিমধ্যেই আইফোনের জন্য ডার্ক মোড ফিচারটি চলে এসেছে। এন্ড্রয়েডে যারা ইনস্টাগ্রামের বেটা ভার্সন ব্যবহার করছেন, তারাও এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
আশা করা যাচ্ছে যে, শীঘ্রই ইন্সটাগ্রামের এই ডার্ক মোড ফিচারটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!