করোনা ভাইরাস নিয়ে সতর্ক করতে অ্যাপ নিয়ে আসলো টেলিটক। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘করোনা আইডেন্টিফায়ার’। আইইডিসিআর এর তথ্য কাজে লাগিয়ে আশপাশে করোনায় আক্রান্ত বা কোয়ারেন্টিনে থাকা ব্যক্তি থাকলে ব্যবহারকারীদের সতর্ক করবে এই অ্যাপ। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতাও বৃদ্ধি করবে অ্যাপটি।
অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে কিন্তু অ্যাপটি শিগগিরই গুগল প্লেস্টোর ও অ্যাপস্টোরে আসবে বলে জানিয়েছে নির্মাতারা।
অ্যাপটি সম্পর্কে সকল তথ্য জানা যাবে http://coronaidentifier.teletalk.com.bd/ ঠিকানায়।
TechFAQBD অবলম্বনে
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!
1 thought on “করোনা নিয়ে সতর্ক করবে ‘করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ”