বহুল প্রতীক্ষার পর ‘আইফোন এসই (২০২০)’ মডেলের নতুন আইফোন বাজারে আনল অ্যাপেল। নতুন এই আইফোনটি দেখতে অনেকটা আইফোন ৮ এর মতো। নতুন এই ফোনটির সামনে-পেছনে রয়েছে গ্লাস ও পাশে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম।
আইফোন এসই (২০২০) এর পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল আর সামনে রয়েছে ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর এতে ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানোরমা মোডও দেয়া হয়েছে।
আর এতে অ্যাপল এ-১৩ বায়োনিক চিপসেট, হেক্সাকোর (২*২.৬৫) সিপিইউ ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা দেয়া হয়েছে এবং সেটটির ওজন রাখা হয়েছে ১৪৮ গ্রাম।
তিন রঙে বাজারে পাওয়া যাবে আইফোন এসই (২০২০) সেগুলো হলো- কালো, সাদা ও লাল; আর অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম সংস্করণ ‘আইওএস ১৩’ ইনস্টল করা হয়েছে ফোনটিতে।
ফোনটির দাম পড়বে-
64GB – $399
128GB – $449
256GB – $549
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!
অসাধারণ আর্টিকেল।