করোনাভাইরাস সংক্রমণের পর ফেইসবুকে ভুয়া তথ্যের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে সেসব তথ্য মুছে দিতে হিমশিম খাচ্ছে মাধ্যমটি। গত এপ্রিলেই শুধু ৫ কোটি কোভিড-১৯ সম্পর্কিত ভুয়া খবর ও পোস্ট ডিলিট করে দিয়েছে ফেইসবুক।
মঙ্গলবার ফেইসবুকের প্রকাশ করা কমিউনিটি স্ট্যান্ডার্ড রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
এছাড়াও এসব পোস্টের মধ্যে সাড়ে সাত হাজার নিবন্ধ রয়েছে যা ফেইসবুক একটি স্বাধীন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের মাথ্যমে যাচাই করে তারপর সরিয়েছে। যেগুলোতে তথ্যের নানা ধরনের অসঙ্গতি পাওয়া গেছে।
মাধ্যমটি গত ১ মার্চ থেকে ২৫ লাখ পোস্ট ডিলিট করেছে শুধু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সারফেস ডিসটেন্টিং উইপ, কোভিড-১৯ এর ওষুধ এবং কোভিড-১৯ টেস্ট কিটের।
ফেইসবুক বলছে, তাদের অত্যাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে এমন ভুয়া তথ্য ও খবর সরানো বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৬০টি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানরে সঙ্গে ফেইসবুক কাজ করে যাচ্ছে।
এছাড়াও ফেইসবুক ২০১৯ সালের শেষ প্রান্তিকে ২৮ লাখ সাইবার বুলিং ও হ্যারেজমেন্ট সম্পর্কিত পোস্ট সরিয়েছে। যা চলতি বছরের মার্চ পর্যন্ত আরও ২৩ লাখ সরাতে হয়েছে।
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!