স্মার্টফোনের পাশাপাশি নানা ধরণের ইলেকট্রনিক ডিভাইস, অডিও প্রোডাক্ট, গ্যাজেট, আনুষঙ্গিক ইত্যাদি তৈরির জন্যও বর্তমানে বেশ জনপ্রিয় চীনা টেক জায়ান্ট শাওমি।
গত তিন-চার বছর ধরে তারা বিভিন্ন নন-ইলেকট্রনিক্স পণ্যও বাজারে নিয়ে আসছে যা সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা সহজ করে আধুনিকতার পরশ দিচ্ছে। তবে এবার, সংস্থাটি একটি বিশেষ ধরনের ছাতা নিয়ে হাজির হয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে ছাতার আবার বিশেষ কী! সেক্ষেত্রে বলি এই নতুন পোর্টেবল ছাতাটি শাওমির ইকো-চেইন কোম্পানী UREVO তৈরী করেছে।
এতে এলইডি লাইট, রিভার্স ফোল্ডিং এবং নন-ওয়েটিং ওয়ান-সেকেন্ড মেকানিজম রয়েছে। এই পোর্টেবল ছাতাটি তিন-তিনটি উজ্জ্বল এলইডি লাইট সহ এসেছে, যার সাহায্যে ১০ মিটার অবধি দূরে দেখা যায়। ফলে এটি ব্যবহার করে যেকোনো ধরনের রাস্তায় হাঁটা যাবে বলে আশা করা যায়। আবার এই ছাতার দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যেই; আগ্রহীরা এটি ৬০ ইউয়ান (প্রায় ৮০০ টাকা) ব্যয় করে কিনতে পারবেন।
[★★] আপনিও একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
ফেসবুকে যুক্ত হোন!